December 2020

What is sherlock tool?

 সহজ কথায় এটি এমন এক tools যা  ব্যবহারকারীর  ইউজার নাম নেয় এবং ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মতো অনেক সাইটে তাদের ব্যবহারকারীর নাম অনুসন্ধান করে এবং যেখানেই এটি খুঁজে পায় তাদের প্রোফাইলের লিঙ্কটি দেখায়।


 পথমে আপনার termux tools install থাকতে হবে । 
you have to install termux app and open it and follows the instructions below:-


Now use below command to install requirements for the sherlock tool.
 pip3 install -r requiremnts.txt 

Install and Use Sherlock tool for Android in Termux-2020


Step 7:
Use these below commands to install missing dependencies from termux.
 pip3 install requests requests_futures torrequest
 now this command will install all the missing modules.

Install and Use Sherlock tool for Android in Termux-2020



How to use sherlock tool in termux:


Basic Run:
Just type python space sherlock.py and put the username name you wanna scan for and hit enter and sit back and sherlock will scan on every site(which is available in the sherlock).
 python sherlock.py username
Please change the username with the username on which you wanna gather the information.


Install and Use Sherlock tool for Android in Termux-2020

Now you will get a link of social media if that username is registered on a particular site. if the username is not registered on the site then you will see Not found.

If you want to how you can change colors in termux read this blog[Hackers theme termux in 5 steps only]


Get only those website where username has registered:
Use below command to only print the website which has a link to this username.
 python sherlock.py username --print-found

Install and Use Sherlock tool for Android in Termux-2020


See the stored data:

Sherlock tool will store the data in text file.just type the ls command to se the text file.
 ls
Install and Use Sherlock tool for Android in Termux-2020

here you can see the anyname.txt file.


Use cat command to see the data inside the file,if you don't know the basic command of termux real this post everything is easily explained [termux basic commands]
 cat filename.txt

Install and Use Sherlock tool for Android in Termux-2020

Now you can see all the links that stored in the file created by the sherlock.


 

একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার সমূহকে অন্য এক বা একাধিক  কম্পিউটার শেয়ার করে ব্যবহার করার জন্য পরষ্পর সংযুক্ত হয়ে থাকে। এই সংযুক্ত হওয়ার সিস্টেমকেই কম্পিউটার নেটওয়ার্ক  বলে। 


কম্পিউটার সমূহের মাঝে সংযোগ ব্যবস্থা বিভিন্ন ভাবে হতে পারে।  যেমন ধরুন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এক ভবনের কম্পিউটারের সাথে অন্য ভবনের কম্পিউটার সমূহের মধ্যে সরাসরি তার বা ক্যবল দিয়ে সংযোগ প্রদান করা যায়। এটি নেটওয়ার্ক সংগযোগের একটি ব্যবস্থা বলতে পারেন।

কিন্তু অনেক সময় বিভিন্ন দূরত্বের কম্পিউটার সমূহের মাঝে সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এক্ষেত্রে ক্যবল বা তার দিয়ে সংযোগ প্রদান করা সম্ভব হয় না। যেমন ধরেন একটি ব্যংকের বিভিন্ন শাখার কম্পইউটার সমূহের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়। ঢাকা শাখার কম্পিউটারের সাথে সিলেট শাখার কম্পিউটারের সংযোগ স্থাপন করতে হলে, এত দূরত্বে সরাসরি তার বা ক্যবল দিয়ে সংযোগ করা সম্ভব নয়। কিন্তু টেলিফোন লাইন মডেম কিংবা স্যাটেলাইট ব্যবহার করে কম্পিউটার সমূহের মাঝে নেটওয়ার্ক স্থাপন করা যায়।

কম্পিউটার নেটওয়ার্ক  এর প্রকারভেদঃ

ব্যবহারকারী তথা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বর্তমানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের উৎপত্তি হয়েছে। যেমন ধরুনঃ-

মালিকানা ভিত্তিতেঃ

মালিকানা ভিত্তিতে নেটওয়ার্ক ২ প্রকার

 

প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)

পাবলিক (Public Network)


টপোলজির ভিত্তিতেঃ

টপোলজির উপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত চার প্রকারঃ

স্টার টপোলজি (Star Topology)

রিং টপোলজি (Ring Topology)

বাস টপোলজি (Bus Topology)

মেশ টপোলজি (Mesh Topology)


কার্যাবলির ভিত্তিতেঃ

কার্যাবলির বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ক কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Per-to-Per Network)

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক(Client Server  Network)


কার্যক্ষেত্রের ভিত্তিতেঃ

কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা যায়

 

লোকাল এরিয়া নেটওয়ার্ক(Local Area Network)

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)

সুইচিং এর উপর ভিত্তি করেঃ

সুইচিং কৌশলের উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা হয়

সার্কিট সুইচ নেটওয়ার্ক (Circuit switched Network)

ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক (Message Switched Network)

প্যাকেট সুইচ নেটওয়ার্ক (Packet Switch Network)

নির্মাণ কৌশলের ভিত্তিতেঃ

নির্মান কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ক মূলত ২ প্রকার।

পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক (Point to Point Network)

ব্রডকাষ্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক (Broadcast or Multipoint Network)



 



Common types of attacks performed of hacking.

01.Malware

02.Phishing

03.SQL Injection Attack

04.Cross-Site Scripting (XSS)

05.Denial of Service (DoS)

07.Session Hijacking and Man-in-the-Middle Attacks

08.Credential Reuse


01.Malware:

সহজভাবে বলতে গেলে এটি হল, কম্পিউটারের পক্ষে ক্ষতিকর যে কোনো প্রোগ্রাম। এটি অনেক প্রকারের হয়ে থাকেঃ Viruses, Trojans, rat ware, key loggers, zombie programs ইত্যাদি । এটি নানাভাবে কম্পিউটারের ক্ষতি করে থাকে। কম্পিউটারের নানা প্রোগ্রামকে ধ্বংস করে ফেলে। কম্পিউটারের ব্যক্তিগত তথ্য চুরি করে। কম্পিউটারের নিয়ন্ত্রণক্ষমতা জব্দ করে ফেলে।



ম্যালওয়্যার (Malware) – Malicious Software

ম্যালওয়্যার (Malware) হলো  Malicious Software এর সংক্ষিপ্ত রূপ। আমরা অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারী যেটাকে ভাইরাস হিসাবে মনে করি সেটাই আসলে ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার (Malware) – Malicious Software এর অনেকগুলো ফর্ম আছে। যাদের মধ্যে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, স্পাইওয়্যার সহ আরও অনেক কিছু রয়েছে। সাধারন ভাবে যে সমস্ত প্রোগ্রাম খারাপ মানুষিকতা থেকে অন্যদের ক্ষতিকরার জন্য তৈরী করে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়া হয় তাকেই ম্যালওয়্যার বলে। নিচে ম্যালওয়্যারের কিছু প্রকারভেদ দেখুন।


see more next time .


 


BACKDOOR:আমরা সাধারণত গ্রাম অঞ্চলের যেসব বাসাবাড়ি দেখতে পাই তাতে দুটো দরজা থাকে, front door and Backdoorসামনের দরজা এবং পিছনের দরজা। এবং প্রত্যেকটা দরকারি কিছু না কিছু কাজ থাকে। তেমনি কম্পিউটার সিস্টেম, বিভিন্ন রকম সফটওয়্যার,web script, WEB Software এ BACKDOOR থাকে।


BACKDOOR  মূলত Developers তেরি করে থাকে তাদের বিভিন উপকারের জন্য। কিছু কিছু ডেভেলপার তাদের ভুলেওর জন্য  করে থাকে ' যেমনঃ software update ,software modifier etc .কিন্তু hackers  রা সেই   BACKDOOR ব্যাবহার করে তাদের system এ access নেই/


what is backdoor ?

A backdoor is a typically covert method of bypassing normal authentication or encryption in a computer, product, embedded device, or its embodiment. Backdoor are most often used for securing remote access to a computer, or obtaining access to plain text in cryptographic systems.


Hacker Lexicon  মতে "A backdoor in software or a computer system is generally an undocumented portal that allows an administrator to enter the system to troubleshoot or do upkeep. But it also refers to a secret portal that hackers and intelligence agencies use to gain illicit access."


কীভাবে কাজ করে?

ব্যাকডোর গুলি সাধারণত ম্যালওয়ারের মাধ্যমে স্থাপন করা হয়। একটি ম্যালওয়্যার মডিউল ব্যাকডোর হিসাবে নিজেই কাজ করতে পারে বা এটি প্রথম সারির ব্যাকডোর হিসাবে কাজ করতে পারে, যার অর্থ এটি আসল আক্রমণ সম্পাদনের জন্য ডিজাইন করা অন্যান্য ম্যালওয়্যার মডিউলগুলি ডাউনলোড করার জন্য মঞ্চের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।


সনাক্তকরণ এবং প্রতিরোধ

ব্যাকডোরগুলি সনাক্ত করা খুব কঠিন হতে পারে এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে সনাক্তকরণের পদ্ধতিগুলি যথেষ্ট পরিবর্তিত হয়। কিছু ক্ষেত্রে, অ্যান্টিমালওয়্যার সফ্টওয়্যার ব্যাকডোর সফ্টওয়্যার সনাক্ত করতে সক্ষম হতে পারে। অন্যান্য ক্ষেত্রে, সুরক্ষা পেশাদারদের বাড়ির পিছনের দরজা সনাক্ত করতে বিশেষ সরঞ্জামগুলি ব্যবহার করার প্রয়োজন হতে পারে, বা নেটওয়ার্ক প্যাকেটগুলি পরিদর্শন করতে একটি প্রোটোকল পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করতে পারে।


ব্যাকডোর আক্রমণ এড়াতে বিভিন্ন কৌশলঃ

    ব্যাকডোর আক্রমণ এড়াতে বিভিন্ন কৌশল রয়েছে।

   01. প্রথম এবং সর্বাগ্রে, সংস্থাগুলিকে অনাস্থাযুক্ত সফ্টওয়্যার এড়ানো এবং প্রতিটি ডিভাইস ফায়ারওয়াল দ্বারা সুরক্ষিত রয়েছে তা নিশ্চিতকরন। 

  02.অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালগুলি ব্যাকডোর আক্রমণগুলি রোধ করতেও সহায়তা করতে পারে এমন system use করা।

  03.সার্বক্ষণিক  জন্য নেটওয়ার্ক ট্র্যাফিক নিরীক্ষণ করা/

 


sourse : Wikipedia 

         2backdoor (computing)

         3.Hacker Lexicon






  

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget